দেশজুড়ে

বানিয়াচংয়ে ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৩ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল , বানিয়াচং থেকে। হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সরকার প্রভূত উন্নয়ন করছে। অনেক প্রত্যন্ত এলাকায় ভবন করা কল্পনাও করা যেত না, সেসব এলাকায়ও আধুনিক বহুতল ভবন হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে জননেত্রেী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন বলে। সরকার সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছেন দেশের মানুষ শিক্ষিত হতে। এ ক্ষেত্রে শিক্ষকরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পাঠদান করাতে হবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্ম শুধু শিক্ষিত হলে হবে না। শিক্ষা অর্জনের সাথে সাথে ভালো মানুষও হতে হবে। ভালো মানুষরা যে কোন জায়গায় বসলে সে কাজটুকুও যথাযথ আদায় হবে। এ ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে। 

গত কাল মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বানিয়াচংয়ের ঐতিবাহী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৩ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে  বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজল চ্যাটার্জী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সহ অন্যন্য নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি আব্দুল মজিদ খানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


Related Articles

Back to top button
Close