নবীগঞ্জে বর্ণাঢ্যভাবে পালিত হলো ৫০ তম জাতীয় সমবায় দিবস

নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ নভেম্বর) বর্ণাঢ্যভাবে পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস। এই অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পর্যায়ে কৃষিভিত্তিক/ সার্বিক গ্রাম উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার পায় শেভরনের অর্থায়নে ব্র্যাক ও আইডিয়া পরিচালিত জীবিকা প্রকল্পের কসবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।
উৎসবমুখর এই দিবসটি নবীগঞ্জে অবস্থিত বিভিন্ন সমবায়ের সদস্যদের উপস্থিতি এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। জনাব উত্তম কুমার দাস, এসিল্যান্ড নবীগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রেসক্লাবের সভাপতি বাবু উত্তম কুমার পাল হিমেল, পজীপ কর্মকর্তা শাকিব আহমেদ, দিলারা হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা, নবীগঞ্জ।
দিবসটির উদযাপন শুরু হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
আলোচনা সভায় জীবিকা প্রকল্প দ্বারা পরিচালিত কসবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে কথা বলেন, কসবা সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও জীবিকা প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন আইডিয়া জীবকা প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সমবায়ের প্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সমবায় অধিদপ্তরের সার্বক্ষণিক সহযোগিতা এবং নিবন্ধন অর্জনের মাধ্যমে তাদের সমিতি সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ ভুমিকা রেখেছে। এরইসাথে তাদের সমবায় গঠন এবং পরিচালনায় সর্বদা সাহায্য করায় তিনি ব্র্যাক এবং শেভরনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জীবিকা প্রকল্প শেভরনের পরিচালিত গ্যাসক্ষেত্রের আশপাশে বসবাসরত পিছিয়ে পড়া জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়। শেভরনের বিপিআই ইনিশিয়েটিভ দ্বারা এই প্রকল্পটি পরিচালিত হয় এবং ২০১৫ সন থেকে ব্র্যাক ও তার সহযোগী পার্টনার আইডিয়া এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। জীবিকা প্রকল্পের মাধ্যমে ১১০টি সমবায় প্রতিষ্ঠা করা হয় যা পরে সরকারের সমবায় অধিদপ্তরের অধীনে নিবন্ধন লাভ করে। প্রকল্পটির দ্বিতীয় মেয়াদে, ২০২২ সাল নাগাদ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমবায় সমিতি সমূহের টেকসইকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।