শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে তিন দিনব্যাপী হাওর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

প্রকাশিত হয়েছে -

হবিগঞ্জ প্রতিনিধি -হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী হাওর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকালে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।