ধর্ম

বানিয়াচংয়ে ইসলামও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের সম্প্রীতি সভা অনুষ্ঠিত

প্রিন্ট করুন

বানিয়াচংয়ে ইসলামও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় থানার অফিস কক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা শায়েখ মখলিছুর রহমান, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা শায়েখ আব্দুল ওয়াদুদ, মাওলানা গোলাম কাদির, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা মশিউর রহমান, বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাদব দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জীসহ উভয় ধর্মের সিনিয়র নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বানিয়াচংয়ের সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রশাসনকে আশ্বস্ত করেন এবং কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি বিনীত আহ্বান জানান। এছাড়া দ্রুতসময়ের মধ্যে উভয় ধর্মের নেতাদের নিয়ে এক সাথে বৈঠক করায় পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান ধর্মীয় নেতৃবৃন্দ।


Related Articles

Back to top button
Close