মেয়েকে দেখতে গিয়ে হামলার শিকার পিতা

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু কন্যাকে দেখতে গিয়ে শশুর বাড়ীর লোকজনের হামলার শিকার উমর ফারুক মিয়া নামে এক হতভাগা পিতা।
মূমুর্ষ অবস্থায় উমর ফারুক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৯.ঘটিকার সময় উপজেলার ৪নং ইউনিয়নের শরীফখানী গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়,৪ বছর পূর্বে ইসলামি শরা শরীয়ত মোতাবেক ৪নং ইউনিয়নের শরীফখানী মহল্লার নুর আলীর মেয়ে জেরিন আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১নং ইউনিয়নের ভাওয়ালী টুলা মহল্লার কামাল মিয়ার পুত্র উমর ফারুক।দীর্ঘ সংসার জীবনে তাদের কোল জুড়ে মাহদিয়া আক্তার (২) নামে এক কন্যা সন্তান রয়েছে।ওই শিশু কন্যাকে দেখতে রবিবার রাতে উমর ফারুক শরীফখানী গ্রামে শশুর বাড়ীতে গেলে শশুর নুর আলীর ছেলে দুরুজ মিয়া, রুবেল মিয়া,এবং ছোটন মিয়ার নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী অতর্কিত হামলা চালিয়ে উমর ফারুককে গুরুতর আহত করে।সেখানে উপস্থিত ১নং ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শেখ নুরুন্নাহারও গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় তাদের জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান,স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা রয়েছে।পারিবারিক কলহের জের ধরেই ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
অপরদিকে ফারুকের শশুর বাড়ীর লোকজন হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবী করেন।
এব্যাপারে আহত উমর ফারুকের পিতা কামাল মিয়া জানান,আহত ছেলেকে নিয়ে তিনি চিকিৎসায় ব্যাস্ত,তবে দ্রুত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।