দেশজুড়ে

বানিয়াচং উপজেলা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মাসিক মিটিং সম্পন্ন

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ ডেস্ক, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ইলেক্ট্রিশিয়ান কারিগরি ও নির্মাণ  শ্রমিক(০১২) ইউনিয়নের মাসিক মিটিং সম্পন্ন হয়েছে। 
আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় উপজেলাসদরের বানিয়াচং হবিগঞ্জ আঞ্চলিক সড়কের  শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের  সভাপতি শাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান ফয়সল আহমদের সঞ্চলনায় উপস্থিত  ছিলেন  তাহের মিয়া,সুরুজআলী,নিলু,আহিনুর,হাবিবুর,

সহিবুর,মুতি,জাবির,কুতুব,ছাদেকুর,মন্নাফ,আবু ইউসুফ চৌঃ,দরবেশআলী,জুনায়েদ,ফরহাদ,হারুন,আশিকুর,হাবিবুর,রতন,রেজায়ুল করিম,নিজাম,লুৎফুর,তোফায়েল,মিঠুন,নজরুল, সাদেক প্রমূখ।


Related Articles

Back to top button
Close