দেশজুড়ে

বাহুবলে মায়ের চোখের সামনে শিশুপুত্রের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

প্রিন্ট করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে মায়ের সামনে বাসের চাপায় ৯ বছরের শিশু পুত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহা-মহাসড়কের দ্বিগাম্বর বাজার নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম শোয়েব মিয়া। সে বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার পুত্র এবং স্থানীয় ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শোয়েব মিয়া তার মায়ের সাথে রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় ঢাকা থেকে সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাটক বাসটি আটক করা হয়েছে।


Related Articles

Back to top button
Close