বানিয়াচংয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা
সাজ্জাদ বিন লাল, বানিয়াচংঃ
বানিয়াচংয়ে আজ ২ অক্টোবর শনিবার সকাল সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দূর্গোৎসব-২০২১ খ্রিঃ শান্তিপূর্ণভাবে উৎযাপন উপলক্ষ্যে বানিয়াচং থানা পুলিশ কর্তৃক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি জনাব বাদল বট ও সেক্রেটারী মাধব দব এবং হিন্দু বৌধ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিপুল ভুষন রায়, বানিয়াচং উপজেলা পূজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি কৃষ্ণ বাবুসহ বানিয়াচং থানার সকল পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী এবং ইলিকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দগন।
সভায় পূজা মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। শারদীয় দূর্গোৎসব-২০২১খ্রিঃ শান্তিপূর্ণভাবে উৎযাপনের জন্য অফিসার ইনচার্জ সাহেব সকলের সহযোগীতা কামনা করেন।