শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে ধান খেত থেকে অজগর সাপ উদ্ধার

প্রকাশিত হয়েছে -

রুবেল আহম্মদ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের ইউছুবপুর গ্রামের মনু মিয়া নামে এক কৃষকের ধান খেতে থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
জানাযায় আজ( ২৬.০৯.২০২১)রবিবার দুপুর ১২ ঘটিকায় সময় মনু মিয়া নামে এক কৃষক ধান খেতে কাজ করছিলেন কাজ করার সময় হঠাৎ একটি অজগর সাপ তার পায়ে আঘাত করে। পায়ে আঘাত করার পর তিনি আতঙ্কিত হয়ে পরেন। আতঙ্কিত অবস্হায় এলাকার ইউপি সদস্য শাহজাহান মিয়াকে ঘটনাটি ফোন করে জানান।
ইউপি সদস্য শাহাজাহান মিয়া সাথে সাথে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল কে সাপটিকে উদ্ধার করার জন্য অনুরুধ করেন।
সাথে সাথে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল জানান আমাকে ইউপি সদস্য শাহাজান মিয়া ফোন দিলে আমি সাথে সাথে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নিয়ে আসি।
আজ বিকেলে বন বিভাগের সাথে কথা বলে সাপটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।