শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত হয়েছে -


ইতি রানী দেব, নবীগঞ্জ থেকে।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম. মুজিবুর রহমানের উপর ষড়যন্ত্র মূলক একের পর এক মিথ্যা মামলায় দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এবং আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি.এ সালাম, এম.এ আহমদ আজাদ, মোঃ তোফাজ্জল হোসেন, মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম.এ মুহিত, সিনিয়র সাংবাদিক মাস্টার ছাদিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাংবাদিক তৌহিদ চৌধুরী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলার শাহ আব্দুল করিম বাউল গোষ্টির সভাপতি প্রাণকৃষ্ণ গোপ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোঃ আব্দুল্লাহ, কবি গোপাল রায়, গীতিকার এখলাছুর রহমান আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফরহাদুজ্জামান মুহিত। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ রাকিল হোসেন, প্রেসক্লাব সদস্য আলী হাছান লিটন, এটি.এম জাকিরুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, মোঃ মোজাহিদ আলম চৌধুরী, বিশ্ব সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ মিয়া, সাংবাদিক বদরুজ্জামান, আব্দুল মুহিত, ফোয়াদ হাসান রাজন, আলী জাবেদ মান্না, অঞ্জন রায়, আশরাফুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম, শিরিয়া বেগম, স্বপন রবি দাশ, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, নবীগঞ্জ ফেন্ডস ক্লাবের সভাপতি ইয়াকুব মিয়া, সাংঠনিক সম্পাদক মোঃ সিরাজ মিয়া,সাংবাদিক বদরুল ইসলাম, মোহাম্মদ আলী, ওয়েছ চৌধুরী, শাহনুর হোসেন চৌধুরী সোহান, শাহ সুলতান, বাউল বিরহী রাজু, বক্কর তালুকদার, গীতিকার হাবিবুর রহমান, হাফিজ মিয়া, নাসির চৌধুরী, আবুল কাশেম, সৈয়দ মিয়া, সেজুয়ান মিয়া, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, সুমন চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, বদরুল চৌধুরী, জাপা নেতা অলিদ আহমদ, জাহান আহমদ, আখলিছ মিয়া, শেখ মশির রায়হান, হুমায়ুন আহমদ প্রমুখ। নবীগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে উক্ত বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করেন শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠী হবিগঞ্জ, সচেতন নাগরিক কমিটি নবীগঞ্জ, ফ্রেন্ডস ক্লাব নবীগঞ্জ, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি ব্যবসায়ী এবং নানা শ্রেণী পেশার সহস্রাধিক জনতা৷ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অনতি বিলম্বে সাংবাদিক সরওয়ার শিকদার ও মুজিবুর রহমানের উপর কুচক্রী মহল কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলা থেকে তদন্ত মোতাবেক অব্যাহতি দিতে হবে৷ এবিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ৷