ঐতিহ্যবাহী বানিয়াচংয়ের নৌকা বাইচ সম্পন্ন

আলমগীর রেজা /সাজ্জাদ বিন লাল , বানিয়াচং থেকে।
‘নৌকা বানাইয়া দিল সুজন মেস্তরি/ময়ুরপঙ্খী নায়েরে আপনি কান্ডারী ’ ও কোন মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিলমিল-ঝিলমিল করে-রে, ময়ুর পংঙ্খি নায়’ গানের সম্রাট কামাল পাশা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সারী গান আর সুরের মুর্ছনায় গেয়ে গেয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
আজ (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী মকার হাওরে কাগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগাহাতা গ্রামবাসীর উদ্যােগে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা বাগাহাতা কুশিয়ারা নদিতে অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুপাশে লক্ষধিক মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাহারী নামে ও রঙ্গে ১০টি নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সদর উপজেলা পইল লামাপাড়া নৌকা, দ্বিতীয় স্থান বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর গ্রামের নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেছে হবিগঞ্জ সদর ইউনিয়নের টঙ্গী ঘাটের নৌকা।
পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার রিপেজেটার, দ্বিতীয় ২০ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় একটি মোবাইল ফোন হাতে তুলে দেন।
এতে বাগাহাতা গ্রামের সভাপতি এনায়েত মোল্লার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম তাজুল ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান আলীর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী শাহাজ উদ্দিন (সাহা),কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক গ্রাম সরকার,চমকপুর সড়ালিয়া হাটির সভাপতি ও আনন্দ বাজার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ,
২ নং ওয়ার্ড মেম্বার সাফির উদ্দিন, গাজিপুর গ্রাম সভাপতি আব্দুল আওয়াল,শান্তিপুর গ্রাম সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন,আনন্দ বাজার ব্যবসায়ী রেজাউল করিম,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন,সম্ভব্য মেম্বার প্রার্থী তৈয়ব আলী পাশা, ইউনিয়ন পল্লী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম রবি,প্রমূখ।