দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে বাউল শিল্পীর গাড়িতে ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবক আটক

প্রিন্ট করুন


শায়েস্তাগঞ্জ প্রতিনিধি।।
শায়েস্তাগঞ্জে বাউল শিল্পীর গাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ । শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, মঙ্গলবার বিকালে জিজ্ঞেসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সোহাগ মিয়া (২৪), মরম আলীর ছেলে রুকন মিয়া (৩২), বসর উদ্দিনের ছেলে ছুরুক মিয়া (৩৫)।

ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে উপজেলার সুতাং বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরমধ্যে রুকন মিয়ার কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, বাউল শিল্পী ইতি সরকার সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামে জনৈক দোলন মিয়ার বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে সুতাং-চকবাজার সড়কে গাড়ী আটকিয়ে তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন সেট, নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণের একটি আংটি ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

এ ঘটনায় পরদিন ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বাউল শিল্পী ইতি সরকার। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

এদিকে বাউল শিল্পী ইতি সরকার থানায় জানান- তার বাড়ি গাজীপুরে। তিনি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের উবাহাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বাউল গানের সাথে নিয়োজিত আছেন। বিভিন্ন সময়ে তিনি বাউল গানের আসরে অতিথি শিল্পী হিসেবে যোগদান করেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close