Unauthorisedদেশজুড়ে

নবীগঞ্জে সাংবাদিক সরওয়ার ও মুজিবের উপর মিথ্যা মামলা দায়েরের প্রেসক্লাবের নিন্দা

প্রিন্ট করুন

নবীগঞ্জ,হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির সভা ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ ফখরুল আহসান চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, নির্বাহী সদস্য এটি এম সালাম, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, নির্বাহী সদস্য মোঃ রাকিল হোসেন, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান,এম এ মুহিত প্রমুখ । সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য সরওয়ার শিকদার,নির্বাহী সদস্য এম মুজিবুর রহমানের বিরুদ্ধ মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা জানানো হয় এবং প্রেসক্লাবের উদ্যোগে মিথ্যা মামলা থেকে তাদেরকে অব্যাহতি ও প্রত্যাহারের জন্য মানব বন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্লাবের উন্নয়নে বিস্তারিত আলােচনা করা হয়।


Related Articles

Back to top button
Close