দেশজুড়ে

বানিয়াচংয়ে সাংবাদিক সংস্থার অফিস উদ্ধোধন

প্রিন্ট করুন


আলমগীর রেজা/ সাজ্জাদ বিন লাল, বানিয়াচং উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয় উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত কাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং প্রেসক্লাবে অনুষ্টিত আলোচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি এনায়েত হোসেন সভাপতিত্ব ও সাধারন সম্পাদক আলমগীর রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলমগীর গনি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুল হোসেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকসুদুজ্জামান খান, উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বকুল,বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সমাজসেবক এডভোকেট নজরুল ইসলাম খান,হবিগঞ্জ পল্লী বিদ্যুৎয়ের ডাইরেক্টর সমাজসেবী খায়রুল বাশার সোহেল,সাবেক ছাত্রনেতা নকিব ফজলে রকিব মাখন,বানিয়াচং প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হক মামুন,সাধারন সম্পাদক খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা কমিটির সহ-সভাপতি মাসুদ মিয়া মিঠুন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, এশিয়ান টিভি‘র প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক পিয়ানুর রহমান হাসান,দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম তালুকদার,দৈনিক জালালাবাদ প্রতিনিধি শেখ নূরুল ইসলাম,সিলেট ভিউ প্রতিনিধি জসিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল,আকাশ টিভি‘র জেলা প্রতিনিধি রিতেষ কুমার বৈষ্ণব, সমাচার দর্পন প্রতিনিধি সাজ্জাদুর শাহ সুমন, বিডি টোয়েন্টি ফোর প্রতিনিধি তাওহীদ হাসান, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী,আজকের পত্রিকা প্রতিনিধি হৃদয় খান,আমার হবিগঞ্জ প্রতিনিধি শেখ সজীব ও হৃদয় হাসান শিশির,সিলেট টোয়েন্টি ফোর ডটকম‘র প্রতিনিধি সাব্বির চৌধুরী সোহাগ,বানিয়াচং বার্তার প্রতিনিধি আকলিছুর রহমান সাগর প্রমূখ।
আলোচনা সভায় অতিথি ও বিভিন্ন বক্তারা সাংবাদিকতাকে একটি মহান পেশা উল্লেখ করে বলেন সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
সংবাদপত্র ও সাংবাদিকতাকে যুগে যুগে বাধাগ্রস্থ করা হয়েছে ।
আজ সারা বিশে^ই সাংবাদিকতা পেশা ঝুকির মধ্যে রয়েছে।
তারপরও সাংবাদিকদেরকে আরও বেশি ভালো কাজ করতে হবে।
এখনও গণমানুষের প্রত্যাশার জায়গা সংবাদপত্র ও সাংবাদিক সমাজ।
আলোচনা সভা শেষে বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং বড়বাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্ধোধন করেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।


Related Articles

Back to top button
Close