দেশজুড়ে

বানিয়াচংয়ে ইয়াবা সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং।

বানিয়াচংয়ে ইয়াবা সেবনের অপরাধে আলফু মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আলফু মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের মৃত সৈয়দ উল্লার ছেলে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি’র পরিচালিত মোবাইল কোর্টে এ দন্ড প্রদান করা হয়।

বিকেলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান- দুপুরে থানা পুলিশের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে আলফু মিয়াকে দন্ড প্রদান করা হয়েছে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close