
তালুকদার সাইফুল
বুকে ব্যথা নিয়ে কুয়েতের হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত প্রবাসী নানু মিয়ার বাড়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট ইউনিয়নের কাজিরখিল ঘরগাও গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
নানু মিয়া দীর্ঘ কয়েকবছর যাবৎ কুয়েতের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তার মৃতদেহ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশ হাই কমিশন কুয়েত চেষ্টা চালিয়ে যাচ্ছে।