দেশজুড়ে

শ্রীমঙ্গলে সরকারী জমি উচ্ছেদ অভিযানের এক্সাভেটর মেশিনে আগুন

প্রিন্ট করুন


রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি । মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে রেলওয়ের বেহাত হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার অভিযান পরিচালনা করতে আসা একটি এক্সাভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক্সাভেটরের আগুন নিয়ন্ত্রণে আনে। 

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।তিনি বলেন, তদন্ত করে ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভানুগাছ সড়কের উত্তর পাশে রেলওয়ের মূল্যবান ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করে রেল বিভাগ। উচ্ছেদ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সাভেটর আনা হয়। এক্সাভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত এতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে এই যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, বৃহস্পতিবার ওই এলাকার রেলের প্রায় ২৮৭ শতক জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া ছিল।অভিযানের কাজের জন্য এক্সাভেটর যন্ত্রটি একটি যানবাহনে করে সেখানে নেওয়া হয়। আগুন লাগানোর ঘটনায় তিনি বলেন, রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হচ্ছে। তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।


Related Articles

Back to top button
Close