দেশজুড়ে

বানিয়াচংয়ের প্রবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং

বানিয়াচংয়ের প্রবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামরীতে প্রবাসীরা রয়েছে মারাত্মক সংকটে। একদিকে পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারছেন না, অনেকে আবেদন করো ভ্যাকসিন নিয়েছেন অনেকে আবেদনে ব্যর্থ বিএমইটি কার্ড রেজিষ্টশনের কারনে।

৩০০ টাকা পেইড নিয়ে ও আবেদনের সুযোগ পাচ্ছেন না বানিয়াচংয়ের প্রবাসী নামক রেমিট্যেন্সযোদ্ধারা। অথচ দেশের চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকা বেশি।

বর্তমানে প্লাইট বন্ধ থাকায় নির্দিষ্ট ছুটির মেয়াদ শেষ হবার কারনে অনেকে হয়েছেন প্রবাসী ছিন্নমূল। প্লাইট বন্ধ থাকায় বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের দুঃখ কষ্ট দেখার মত কেউ নেই।

প্রবাসীদের দুঃখ লাঘব করার জন্য নিরুপায় হয়ে আজ ১৫ সেপ্টেম্বর বিকেলে বানিয়াচং ৪নং ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন। সরকারের নিকট তাদের একটাই দাবী বিমান প্লাইট চালু করা।

আগামি রবিবার বিকেল ৪ টায় বড় বাজার শহিদ মিনারের সামনে আনুষ্ঠানিক ভাবে বানিয়াচংয়ের রেমিটন্সযোদ্ধা মানববন্ধন করবে বলে বলা হয়েছে।

প্রবাসীদের দাবী হলো আমাদের মাধ্যমে যেহেতু দেশের চাকা সচল থাকে, বৈদেশিক মুদ্রা দেশে আসে সেহেতু অতি শিঘ্রই স্পেশাল ভাবে করোনা ভ্যাকসিন নিবন্ধন করার সুযোগ দেওয়া অতি জরুরী।

আর সরকারের কাছে আরো জোর দাবী হলো প্রবাসীদের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে যেন দ্রুত প্লাইট চালু করে দেওয়া হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাকিব রায়হান, ফরহাদ মিয়া, আলী আকবর, জহিরুল সহ অনেকে।


Related Articles

Back to top button
Close