শ্রীমঙ্গলে ৯ বোতল মদসহ আটক ১

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বোতল ভারতীয় মদসহ একজন কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে যানা যায়,গত মঙ্গলবার রাত ১০ টায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম অর রশিদ তালুকদারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির এবং পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন সার্বিক সহায়তায় এএসআই মোঃ আব্দুল হান্নান,সঙ্গীয় এসআই মুহাম্মদ আসাদুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ সিএনজি স্ট্যান্ডের উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় মদসহ একজন কে আটক করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামীম অর রশিদ তালুকদার বলেন শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
শাহিন মিয়া (২৭)কে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।