দেশজুড়ে

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ভানু লাল রায়

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়ন পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আজ(১১ সেপ্টেম্বর) শনিবার সকালে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড ও দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ভালু লাল রায়ের নাম প্রকাশ করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আসন্ন এই উপ-নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ১০ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. আছকির মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবু শহীদ মো. আবদুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর উপ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে।
নির্বাচন কার্যালয় সূত্র আরো জানায়, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
শ্রীসঙ্গল উপজেলা উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ভানুলাল রায় বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১০ জনের মধ্যে আমাকে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ প্রকাশ করছি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যত ধরনের পদক্ষেপ আছে তা আমি মাথায় নিয়ে কাজ করবো।


Related Articles

Back to top button
Close