শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচঙ্গে কর্মকর্তাদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধি , বানিয়াচং ॥ বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি’র সঞ্চালনায় বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন জাফর ইকবাল, খাদ্য কর্মকর্তা খবীর উদ্দিন, বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মামুন মোল্লা প্রমুখ। নবাগত ইউএনও পদ্মাসন সিংহ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের সেবা করে যেতে হবে, সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে, বানিয়াচংয়ে কোন মানুষ যেন বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে বিমুখ না হন, সবাইকে সতর্ক দৃষ্টি রেখে কাজ করে যেতে হবে। হাওরাঞ্চলের সহজ সরল মানুষজন অনেক দূর দূরান্ত থেকে তাদের প্রয়োজনের জন্য আপনাদের এখানে আসেন, ধৈর্য্যরে সাথে সেবা গ্রহীতার সমস্যাগুলো শুনে সমাধান দেয়ার চেষ্টা করতে হবে। সকল প্রকার ভাতাভোগী মানুষজন যেন যথা সময়ে তাদের ভাতা পেয়ে যান, এক্ষেত্রে কোন ভাতাভোগী যেন কোন প্রকার হয়রানীর শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন সজাগ দৃষ্টি রাখবেন। বানিয়াচংয়ের শিক্ষার হারকে আরো সামনে এগিয়ে নেয়ার জন্য সকলে মিলে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে একটি সুন্দর পরিবেশে কাজ করা সম্ভব। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদের জন্য আমার দপ্তর সব সময় উন্মুক্ত থাকবে, আপনারা যখন যে সময় কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হবে আমার কাছে যাবেন। আমি চাই আপনাদের সাথে নিয়ে প্রতিটি দপ্তরের কাজ নিখুতভাবে সম্পন্ন করতে।