Unauthorisedশিক্ষা সাহিত্য

নবীন সাজে”তুলসী দেবী

প্রিন্ট করুন

আমি নবীন;
এসেছি আমি নব উদ্যানে নূতন সাজে,
শত নব গুণ মাঝে নূতন পরশ লাভে,
অজানাকে জানতে, অচেনাকে চিনতে
স্রষ্টার সৃষ্টি দর্শনে, বিশ্ব পরিব্রজ্যানে।

এসেছি আমি হাজারো পদাঙ্ক ফেলে,
এসেছি আমি শত নূতন’কে পুরনো করে,
এসেছি আমি নব বীজবপণে অজস্র উত্তাপে,
এসেছি আমি নব সুবিশাল অচিনপুরে…

  • আজি এই বিদ্যাঙ্গনে।

যেখান থেকে জেগে উঠে ঊর্ষার প্রার্থী,
যেখান থেকে জন্ম নেয় বঙ্গবন্ধুর মূর্তি!
সেখানেই এসেছি আমি নবীন যাত্রী।

দাঁড়াবো বলে নব মঞ্চে নবীন গুণে,
রাঙ্গাবো বলে আপনা’কে নতূন রূপে,
ডানা উড়াবো বলে নব-নীল ছন্দ আকাশে,
ফুটাবো বলে নব-কুসুম সবার সুখে,
নব ছায়া রাশি দর্শনে এক পলক দু’চোখে।


Related Articles

Back to top button
Close