শিক্ষা সাহিত্য

আমার আজগুবি কারাগার কলমে- কবি এম আর ঠাকুর

প্রিন্ট করুন

এ বন্ধিশালার কত হাজারো কানুন?
পেরে না-পেরে বাধ্য অবাধ্য হয়ে;
মানতে হয়।

মানব একে অন্যের অধীনে;
সবাই পরাধীনতার শিকলে,
হাজারো বন্ধি দশার কথা-
শুনতে হয়।

মানুষ আজন্মের পরাধীন,
বন্ধি থেকে স্বাধীনতার সপ্ন-
সংকল্প করে আমরণ;
তবুও শেষ হয় না স্বাধীনতার ঋণ।

আহার থেকে পরাধীনতার জন্ম;
খিদে আর স্বাদের মোহে স্বাধীনতা বন্ধি;
তৃষ্ণার জন্য বি-তৃষ্ণার আজব আইনে;
পাহাড়, সমুদ্র- আকাশ মেঘের বেদনা মেনে;
আর্তি ঘরের চিৎকারের গল্প শুনে;
নিজের উরসে প্রথম আগমনী অতিথিকে-
দেখার জন্য নব্য আইনে;
আমার আজগুবি কারাগার।
আফসোস, কি প্রয়োজন আছে নামে স্বাধীনতার?

স্বাধীনতা তো কোন বাধা মানেনা;
স্বাধীনতাকে কেউ আটকাতে পারেনা;
এ কোন আইন-কানুন মানেনা;
যখনই খুশি আসতে পারে;
সেতো জীবনের যবনিকা।


Related Articles

Back to top button
Close