বানিয়াচংয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

সাজ্জাত বিন, বানিয়াচং প্রতিনিধি, বানিয়াচং উপজেলায় বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ১৪ আসামি গ্রেফতার। গতকাল বুধবার দিবাগত রাত ব্যাপি এ অভিযান পরিচালনা হয়েছে।
জানা যায়, বানিয়াচং থানা পুলিশের রাত্রীকালীন
অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দের দিকনির্দেশনায় বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই শামছুল ইসলাম, এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এসআই সনজয় সিকদার, এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় রাত্রিকালীন অভিযান চালিয়ে
পরোয়ানাভুক্ত পলাতক আসামী জয়নাল মিয়া (২৮), নুরুল আমিন (৩০), আঃ মতিন (৪৪),জীবন রবিদাস, মাখন রবিদাস, নরেশ রবিদাস, এবং ৬ মাস করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুন্নর আলী, তাহের মিয়া (৪০), ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতাক আসামী বেনু দাশ, চুরি মামলার পলাতক আসামী, আব্দুর রউফ (৪৫) এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী, টিপু মিয়া ওরফে তাজুল ইসলাম (২২) তমিজ আলী (১৯),আমির আলী (১৯), নোয়াব আলী (৪৬)দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।