দেশজুড়ে

বানিয়াচং উপজেলায় ইউনিক আইডি প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের ১ম ব্যাচের প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং

বানিয়াচং উপজেলায় ইউনিক আইডি প্রণয়নের লক্ষ্যে ইবতেদায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের ১ম ব্যাচের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ আগস্ট মঙ্গল বার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা উক্ত প্রশিক্ষন উদ্বোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড (প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই আইডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ‍্য পাওয়া যাবে। এই আইডির নাম ইউনিক আইডি। সেখানে প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য আলাদা একটা রোল নম্বর থাকবে। এই রোল নম্বরটি সারাজীবন প্রত‍্যেক ক্লাসে ব‍্যবহার করতে হবে এবং একই থাকবে ।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা, একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, আইসিটি অ্যাম্বেসেডর বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোফাজ্জুল হুোসেন মুকুল।


Related Articles

Back to top button
Close