বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে মৎস্যজীবী সমিতির হিসাব নিয়ে কেন্দ্র করে ১জন নিহত আহত ১০

প্রকাশিত হয়েছে -

আলমগীর রেজা/সাজ্জাদ বিন লাল,

বানিয়াচং থেকে ,হবিগঞ্জের  বানিয়াচং উপজেলায় মৎস্য সমিতির হিসাব চাওয়াকে কেন্দ্রকরে প্রতিপক্ষের ফিকলে আঘাতে পূর্ব পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে ইউনুস আলী(২২) নিহত হয়েছে। এ ঘটনায় নিহত মা মিনা বেগম ফিকলের আঘাতে গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। 
আজ (২৮আগস্ট) শনিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পূর্ব পুকড়া গ্রামেঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়,  পূর্ব পুকড়া গ্রামের মৎস্যজীবী সমিতির হিসাব চাওয়া নিয়ে একই গ্রামের মন্নর আলী গংদের সাথে ইউনুস আলীর বিরোধ দীর্ঘ দিন যাবত চলছিলো। এ নিয়ে সকালে বাকবিতন্ডায় এক পর্যায়ে মন্নর গংদের ফিকলের আঘাতে ইউনুস আলী ও তা মা মিনা বেগম গুরুতর আহত হয়। আহত মা ও ছেলেকে প্রথমে হবিগঞ্জ সদর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস আলীকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জড়িতদেরকে আটক করতেপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।