দেশজুড়ে

বানিয়াচংয়ে দুর্ধর্ষ ২ ডাকাত গ্রেফতার

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি,

বানিয়াচংয়ে জাকারিয়া রহমান উজ্জল (৩০) ও রাহুল মিয়া ওরফে এরশাদ (২৬) নামে ২ দুধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দাসপাড়ার আজিজুর রহমানের পুত্র জাকারিয়া রহমান উজ্জল ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশার ছমেদ আলী ওরফে ছমির আলীর পুত্র রাহুল ওরফে এরশাদ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন এর দিকনির্দেশনায় এসআই মহিন উদ্দিন ও শামছুল ইসলাম এর নেতৃত্বে যাত্রাপাশা ও দাসপাড়ায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুধর্ষ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন সিলেট প্রতিদিনকে জানান, চুরি-ডাকাতি, মদ-জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপরাধী কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রুজু আছে ।


Related Articles

Back to top button
Close