আন্তর্জাতিক

নিউজিল্যান্ড একজন করোনা শনাক্ত হওয়াতেই লকডাউনে

প্রিন্ট করুন

নতুন করে একজনের করোনা শনাক্তের পরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার বিকেলে এই লকডাউন ঘোষণা করে দেশটির প্রশাসন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার রাত থেকেই নিউজিল্যান্ডজুড়ে ‘লেভেল-ফোর’ এর লকডাউন ঘোষণা করা হয়েছে। যা লকডাউনের সর্বোচ্চ স্তর। আজ মধ্যরাত থেকে কমপক্ষে তিন দিনের জন্য এবং অকল্যান্ড ও করোম্যান্ডেলে চার থেকে সাত দিনের জন্য এ লকডাউন চলবে। গত ফেব্রুয়ারির পর এটিই স্থানীয়ভাবে সংক্রমণের প্রথম ঘটনা।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘ডেল্টাকে গেম চেঞ্জার বলা হয়েছে এবং এটি আসলেই তাই। এর অর্থ হলো এর বিস্তার বন্ধ করতে হলে আমাদের আবারও কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি অন্য অঞ্চলে কী হয়েছে। এটাই আমাদের একমাত্র সুযোগ।’

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দারুণ সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে এক বছরেরও বেশি সময় ধরে ‘লেভেল ফোর’ এর লকডাউন দেওয়া হয়নি।

নিউজিল্যান্ডে বাড়ির বাইরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা না থাকলেও প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে বাড়ির বাইরে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।


Related Articles

Back to top button
Close