দেশজুড়ে

হ্যালো অক্সিজেন বানিয়াচংয়ের উদ্যোগে কোভিট-১৯ ফ্রি রেজিস্ট্রেশন এবং মাস্ক বিতরন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং।

হবিগঞ্জের বানিয়াচং “হ্যালো অক্সিজেন বানিয়াচং” এর উদ্যোগে কোভিটট-১৯ টিকা ফ্রি রেজিস্ট্রেশন এবং মাস্ক বিতরন করা হয়েছে।

১৩ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় টিম লিডার নিশাত রহমান ও তৌহিদুর রহমান পলাশ এর পরিচালনায় বানিয়াচং বড় বাজারে সর্ব শ্রেণির লোকদের মাঝে মাস্ক বিতরন করার পাশাপাশি সচেতন হওয়া এবং অন্যকে সচেতন থাকা সম্পর্কে বলা হয়েছে।

যারা টিকা গ্রহন করেনি তাদের কে টিকা গ্রহনের জন্য উদ্ভুদ্ধ করনের পাশাপাশি নির্দিষ্ট ক্যাম্পেইনে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ও বলা হয়েছে।

মাস্ক বিতরন শেষে বিকেল বেলা পর্যন্ত বিনামূল্যে মানবিক সেবা- মানবিক অক্সিজেন ব্যাংক “হ্যালো অক্সিজেন টিম কর্তৃক সাধারণ জনগনকে কোভিট-১৯ টিকা ফ্রি রেজিস্ট্রেশন করে সাথে সাথেই টিকা কার্ড প্রিন্ট করে দেওয়া হয়েছে।

এসময় হ্যালো অক্সিজেন টিম বানিয়াচং এর টিম লিডার সহ সদস্যগন উপস্থিত ছিলেন।


Related Articles

Back to top button
Close