Unauthorised
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ বিন লাল, সারাদেশ ন্যায় বানিয়াচংয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রেখে দেশীয় তৈরি ২০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল বৃহস্পতিবার (১১আগস্ট) উপজেলায় দৌলতপুর ইউনিয়নে এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মদসহতেলঘরি গ্রামের কালী চরণ বৈষ্ণবের পুত্র ঝন্টু বৈষ্ণব(৩০) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর গ্রামের মৃত উপেন্দ্র বৈষ্ণবের পুত্র সুরেন্দ্র বৈষ্ণব (৩৫)কে আটক করে।