হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মহিন উদ্দিন

সাজ্জাদ বিন লাল /মোবাশ্বির আহমদ,বানিয়াচং থেকে,হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মহিন উদ্দিন । জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী পিপিএম হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মহিন উদ্দিনকে এ সম্মাননা প্রদান করেন। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে হবিগঞ্জ পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলপলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মাহমুদুল হাসান,সিনিয়র সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সসহবৃন্দ উপস্থিত ছিলেন।