দেশজুড়ে

বাহুবলে অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রিন্ট করুন

,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি, হবিগঞ্জের বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৫ আগস্ট দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বাহুবল উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের উত্তর ও মহাসড়কের পশ্চিম পাশের একটি পুকুরে অনুমান ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় এস আই অলক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
#


Related Articles

Back to top button
Close