শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-আটক ৪ দাঙ্গাবাজ

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে কিশোরীর সাথে সেলফি তোলা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
জানা যায়, কবিরপুর গ্রামের রুবেল মিয়া (২৫) নামের এক যুবক একই গ্রামের জনৈক কিশোরীর সাথে সেলফি তোলার চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর ভাই রুবেলকে বাঁধা দিলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় সুজন মিয়া, নিমাই উদ্দিন, কাওসার মিয়া, আহাদ মিয়া, আতাবুর মিয়া, শামীম মিয়া, জালাল মিয়া, রশিদ মিয়া, এবাদুর রহমান, নিজামুল, মন্নান, সাদেক মিয়া, ফয়ছল মিয়া, হামিদ মিয়া, দানা খাতুন, রিনা খাতুন, আছিয়া খাতুন ও টেটাবিদ্ধ অবস্থায় রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে পুলিশের টহল জোরদার করা হয়েছে।