নবজাগরণ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয় দিনের মতো মাস্ক বিতরণ

সাজ্জাদ বিন লাল/আজমল হোসেন খান ,বানিয়াচং থেকে।

একি রক্তের বন্ধনে বাঁদা প্রাণ স্বেচ্ছায় করিতে চাই মানবসেবা দান মানব সেবা করিলে সেচ্ছায় দান বিনিময়ে বাঁচিবে বহু প্রান।

সব মানুষের কল্যাণে মোরা জীবন সেধেছি সব জাতিদের মাঝে মোরা জীবন চিনেছি। এই স্লোগানকে সামনে রেখে সবসময় মানব সেবায় নিয়োজিত রেখে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের নবজাগরণ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয় দিনের মতো কাগাপাশা ইউনিয়নের স্থানীয় মিলনবাজারে ফ্রি মাস্ক বিতরণ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফ্রী মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি স্থানীয় মিলন বাজার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম খাঁন,স্থানীয় আনন্দ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল,

সংগঠনের সভাপতি মাসুদুর রহমান খাঁন (খেলু), সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তালুকদার,প্রচার সম্পাদক শেখ আশিক,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক খাঁন, সদস্য সচিব নাঈম,অর্থ সম্পাদক পল্লী চিকিৎসক মিজানুর রহমান, মাহমুদ তালুকদার প্রমুখ।
