নবজাগরণ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ

সাজ্জাদ বিন লাল / মুবাশ্বির আহমেদ,বানিয়াচং থেকে।একি রক্তের বন্ধনে বাঁদা প্রাণ স্বেচ্ছায় করিতে চাই মানবসেবা দান মানব সেবা করিলে সেচ্ছায় দান বিনিময়ে বাঁচিবে বহু প্রান। সব মানুষের কল্যাণে মোরা জীবন সেধেছি সব জাতিদের মাঝে মোরা জীবন চিনেছি। এই স্লোগানকে সামনে রেখে সবসময় মানব সেবায় নিয়োজিত রেখে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবজাগরণ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে কাগাপাশা বাজারে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

গতকাল বুধবার দিন ব্যাপি ফ্রী মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান,ইউপি সদস্য সায়েদ মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তালুকদার।

সংগঠনের প্রধান উপদেষ্টা হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খান মো.ওয়াহিদ, সভাপতি মাসুদুর রহমান খাঁন (খেলু),সহ-সভাপতি মো.ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তালুকদার,প্রচার সম্পাদক দেলোয়ার,দুর্যোগ ও ত্রান সম্পাদক শেখ আশিক,খাইরুল,জসিম, মাহমুদ প্রমুখ।

মাস্ক বিতরণ কালে বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহবান জানান। করোনা ভাইরাসের কবল থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান,মাস্ক বিতরণ সচেতনা মূলক কর্মকাণ্ডের প্রথম দিনে ইউনিয়নের কাগাপাশা বাজারে মাস্ক বিতরণ করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউনিয়নে এমন সচেতনা মূলক কর্মকাণ্ডের জন্য।