দেশজুড়ে

বাহুবলে লকডাউন না মানায় ৮ ব্যক্তিকে জরিমানা

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি, বাহুবল থেকে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় হবিগঞ্জের বাহুবলে ৮ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বাহুবল উপজেলার বাহুবল বাজার, মৌচাক, মিরপুর বাজার, চলিতাতলা, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার এবং দিগাম্বর বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সেনাবাহিনীর সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মিরপুর বাজারের চার ব্যক্তিকে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।

অন্যদিকে যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় বাহুবল বাজার এবং মিরপুর বাজারের চার ব্যক্তিকে মোট ১৪০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।


Related Articles

Back to top button
Close