দেশজুড়ে

লকডাউন বাস্তবায়নে চুনারুঘাটে অভিযান

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি,

করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।

জানা যায়, সোমবার (২৬ জুলাই) সকাল ১০টা হইতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাশ।

এ সময় সেনাবাহিনী, বিজিবি ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাশ বলেন, ২৫টি মামলায় ২৩ হাজার ৮০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close