দেশজুড়ে

বৌভাতের খাবার গেলো এতিমখানায়, বরের পিতাকে জরিমানা

প্রিন্ট করুন

শেখ আব্দুল হাকিম, হবিগঞ্জ প্রতিনিধি -করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে।

লকডাউনের পঞ্চম দিনে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে ঝালু মিয়া নামের এক ব্যক্তি সরকারি বিধি নিষেধ অমান্য করে তার পুত্র খোকনের বৌভাতের আয়োজন করেন।

মঙ্গলবার (২৭জুলাই) মাধবপুর উপজেলা নির্বাহী শেখ মঈনুল ইসলাম মঈন খবর পেয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠান বন্ধ দিয়ে বৌভাত অনুষ্ঠানের আয়োজক বরের বাবা ঝালু মিয়াকে ১০হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

জানা যায়, ঝালু মিয়া তার ছেলে কে বিবাড়িয়া জেলার বুদন্তী গ্রামে বিয়ে করান এবং বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে প্রায় ৫শ লোকের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করে আমি খবর পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে বরের বাবাকে অর্থদণ্ড এবং খাবারগুলো এতিমখানায় পৌঁছিয়ে দিই।


Related Articles

Back to top button
Close