বানিয়াচংয়ের পল্লীতে মাছ ধরাকে কেন্দ্রে করে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ৩০

সাজ্জাদ বিন লাল / মুবাশ্বির আহমদ, বানিয়াচং প্রতিনিধি। বানিয়াচংয়ে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শনিবার (২৪ জুলাই)২১ ইং দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায় বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে।শনিবার দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।