মানবিক মেম্বার এর মহতী উদ্যোগ

আলমগীর রেজা,বানিয়াচং প্রতিনিধিঃ তিনি মাত্রএকজন ইউপি সদস্য। ছোট এক গন্ডির ভিতরে কাজ করেন। ওয়ার্ডের জনগনের জন্য কিছু একটা করবেন বলে এক বৎসর পূর্বে পণ করেছিলেন।ইউনিয়ন পরিষদ থেকে সম্মানী হিসেবে যে অর্থ পান তা নিজের বা পরিবারের জন্য খরচ না করে এলাকাবাসীর জন্য ব্যায় করবেন। তিনি নিজের মনে মনে রাখা সে প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্য দেশের এই দূর্যোগকালীন সময়কে বেছে নিয়েছেন।এক বৎসরের সম্মানীর অর্থ ৫০ হাজার টাকা দিয়ে ১শ জন নারী পুরুষকে শাড়ি লুঙ্গি উপহার দিয়েছেন।বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য দেওয়ান নাসিরুদ্দীন চৌধুরী এই মহৎ কাজটি করেছেন।
এ ব্যাপারে দেওয়ান নাসিরুদ্দীন বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু ইউপি সদস্য হিসেবে আমাকে নির্দিষ্ট গন্ডির ভিতরে কাজ করতে হয়। আমার এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।এ ব্যাপারে বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা আক্কাছ আলী খান বলেন, তার এই উদ্যোগের জন্য আমি তার প্রতি দোয়া করি। সে যেন এরকম কাজ আরও করতে পারেন।নাসিরুদ্দীনের এই ধরনের মহতী উদ্যোগ অনেকের জন্যই হতে পারে অনুকরনীয় দৃষ্টান্ত। চেষ্টা যত ক্ষুদ্রই হোক অনেকেই যদি যার যার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এভাবে এগিয়ে আসেন তাহলে সমাজের নিম্নবিত্তের মানুষের বড় ধরনের উপকার হবে বলে মনে করছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।তিনি বিষযটিকে অনুকরনীয় হিসেবে গ্রহন করে অন্যদেরকেও এগিয়ে আসার জন্যআহবান জানিয়েছেন।