দেশজুড়ে

কাগাপাশায় ১৩১৮ জনের মধ্যে প্রধান মন্ত্রীর দেওয়া চাল বিতরণ

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল / মুবাশ্বির আহমদ, বানিয়াচং থেকে। সারাদেশ ন্যায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ  তহবিল থেকে কাগাপাশা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩১৮ জনকে  বিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। 

গত কাল ১৭ ও ১৮ জুলাই শনিবার রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন শ্রেণি ও পেশার কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন  ভাইস চেয়ারম্যান  ফারুক আমীন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, দায়িত্বপ্রাপ্ত ট্যাক অফিসার মোঃ নোমানসহ ইউপি সকল সদস্য সদস্যাবৃন্দসহ  এলাকার গন্যমান্য বৃক্তিবর্গ।
এসময়  আবুল কাশেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী আপনাদের জন্য ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে।
বর্তমানে করোনার মহামারি অবস্থায় কর্মহীন মানুষের জন্য এটি রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। এটি আপনাদের অধিকার, আপনাদের প্রাপ্য। তিনি আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কিনতে যারা গরুর হাটে যাবেন, তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যাবেন। 


Related Articles

Back to top button
Close