দেশজুড়ে

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জেলে নিহত

প্রিন্ট করুন


শেখ আব্দুল হাকিম, হবিগঞ্জ প্রতিনিধি।বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে ২ জেলে নিহত হয়েছেন। 
আজ শুক্রবার (১৬ জুলাই) বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের  করচার হাওরে সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের পুত্র রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের পুত্র বাবুল বৈষ্ণব (৪৫)।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,জীবিকার তাগিদে করচার হাওরে মাছ ধরতে যায় তারা। এ সময়ে ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আকস্মিক বজ্রপাতে তারা দুইজনই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে তাদের আত্নীয় স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানিয়েছেন-বজ্রপাতে নিহতদের তথ্য জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Related Articles

Back to top button
Close