আজমিরীগঞ্জে সংক্রমণ নিয়ন্ত্রন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্টিত

এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি।
মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই এই স্লোগানকে সামনে রেখে সংক্রমণ নিয়ন্ত্রন, নিরাপদ ও প্রতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে আজমিরীগঞ্জে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আয়োজনে এবং পায়া্কট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে হলরুমে এই কর্মশালা অনুষ্টিত হয়।
সচেতনতা মুলক সংক্রমণ নিয়ন্ত্রন, নিরাপদ ও প্রতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয়৷
এ সময় নিরাপদ ও প্রতিষ্ঠানিক প্রসবের সুফল সম্পর্কে মুক্ত আলোচনা করেন কর্মশালায় অংশ গ্রহণ কারীরা।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সচেতনতা মূলক কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্তজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন সহ স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তি বর্গ।