বানিয়াচংয়ে কোভিড-১৯ থেকে জনসাধারণকে সচেতন করতে ইমামদের সাথে মতবিনিময়

l
কোভিড-১৯ থেকে জনসাধারণ রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি নির্দেশিকা বাস্তবায়নের লক্ষে ইমামদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং উপজেলা পরিষদ।
রোববার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী মাওলানা মুফতি আতাউর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের বিশিষ্ট আলেম শায়েখ মাওলানা মখলিছুর রহমান, চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া প্রমূখ।
চেয়ারম্যান আবুল কাশেম তিনির বক্তব্যে বলেন, কোভিড-১৯ কোন জাতীয় সমস্যা থেকে এখন আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। দেশে দেশে অকাতরে মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ।
ইমামগণ যদি সরকারি নির্দেশিকা বাস্তবানের লক্ষে গুরুত্বসহকারে মসজিদের প্রত্যেক খুৎবায় আলোচনা করেন তাহলে মানুষ সচেতন হবে।
তাছাড়ও সেই সাথে প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। সকল শ্রেণিপেশার মানুষকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং যথাসম্ভব ঘরে থাকতে হবে।
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণার্থে মোনাজাত শেষ করার পরে উপস্থিত সবার মাঝে উপজেলা পরিষদের পক্ষ্য থেকে মাস্ক বিতরণ করা হয়।