দেশজুড়ে
প্রিন্ট করুন
বাহুবলে ২০০ পরিবারের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

করোনা ভাইরাসে চলমান লকডাউনে বাহুবলে ২০০ পরিবারের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এ কঠিন সময়ে মানবিক সহায়তা পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, তৃণমূল জনগণ আমাকে ভোট দিয়েছিল বলেই চেয়ারম্যান হয়েছি। তাই এ কঠিন সময়েও ঘরে বসে থাকতে পারছি না। মাঠে আছি। মানবিক সহায়তা বিতরণ করেছি।