দেশজুড়ে

বাহুবলে ৬ ব্যবসায়ীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা

প্রিন্ট করুন

বাহুবল প্রতিনিধি,

করোনা ভাইরাসে চলামান লকডাউনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে না চলায় হবিগঞ্জ জেলার বাহুবল বাজার, মিরপুর বাজার ও ডুবাঐ বাজারের ৬ ব্যবসায়ীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই পরিমাণ অর্থদন্ড প্রদান করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহুবল বাজার, মিরপুর বাজার, মৌচাক, ডুবাঐ বাজার, পুটিজুরী বাজার, দিগাম্বর বাজার এবং রূপাইছড়া এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে যৌথবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close