শিক্ষা সাহিত্য

করোনা সর্বনাশী -সাজ্জাদ বিন লাল

প্রিন্ট করুন

চীন থেকে তোর জন্ম হয়ে
সারা বিশ্ব করেছিস ঘ্রাশ,
এভাবে আর কত হবে
তাজা প্রাণের সর্বনাশ?

পড়ালেখা আজ বন্ধ রয়েছে
তোর-ই আগমনে,
সুস্থ্য সুন্দর অরুণ কবে
উঠবে গগনে?

গরিবের পেঠে লাথি পড়ছে
তোর বিষ দাঁতের হাসি হেসে,
এভাবে তুই কেনো আসলি
আজরাইলের বেশে?

সারা বিশ্বে আজ মা বোনের
কত শত আহাজারী,
জানতে চায় আমার মন
করোনা তুই পুরুষ নাকি নারী?

পুরুষ হলে ধিক্কার জানাই
নারী হলে সর্বনাশী,
সুস্থ্য হবে পৃথিবী একদিন
বাজবে কি তোর বাঁশি?

থমকে গেছে পৃথিবী আজ
তুই কেরে নিচ্ছিস শ্বাস,
কেমন করে করছিস তুই
এত সর্বনাশ?


Related Articles

Back to top button
Close