দেশজুড়ে

লকডাউনে নাজেহাল বানিয়াচংয়ের নিম্ন আয়ের মানুষ

প্রিন্ট করুন

মোঃ মুবাশ্বির আহমদ /মাসুদ মিয়া মিঠুন -দেশে চলমান সপ্তাহের লকডাউনে নাজেহাল অবস্থা নিম্ন আয়ের মানুষের।পরিবার নিয়ে অসহায় দিনযাপন করছেন তারা।তাদের কাছে করোনা ভাইরাস থেকে ভয়ঙ্কর এখন পেটের জালা।

বানিয়াচং উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার নিম্ন আয়ের মানুষের সাথে আলাপকালে অসংখ্য মানুষের আর্তনাত এবং অসহায়ত্বের চিত্র ভেসে ওঠে।

জানা যায়,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়,সরকার ঘোষিত সারদেশে সপ্তাহের লকডাউন সফল করার লক্ষে মাঠে কাজ করছেন সেনাবাহিনী,
পুলিশ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
একশ্রেণীর বিত্তবানরা ওই লকডাউন মানলেও বিপত্তি রয়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের।খাদ্য সংকট এবং ঘরে পর্যাপ্ত খাবার না থাকায়,পরিবার নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছেন নির্মাণ শ্রমিক এবং নিম্ম আয়ের মানুষেরা।

দিনমজুর রহিম মিয়া জানান,লকডাউনের মধ্যে বাহিরে কাজ করতে পারিনা।বাসা থেকে বের হলেই পুলিশের ধাওয়া খেতে হচ্ছে।আমরা দিনমজুর কাজ না করলে খাব কি প্রশ্ন রেখে দিলেন।

রিকশা চালক ছালেক মিয়া বলেন,একদিন রিকশা নিয়ে বাহিরে না গেলে পরিবার নিয়ে উপোস থাকতে হবে।বের হলে পুলিশের ধাওয়া এবং পিটুনি খেতে হবে।কি করবো এখন দেখছি করোনায় না মরে পেটের জালায় মরবো।তাদের কথা একটাই মরলে মরবো তবু বুকা পেট নিয়ে মরবোনা।বর্তমানে নিম্ন আয়ের মানুষের দুঃখ কষ্ট লাগবে সরকারের কোন পদক্ষেপ আছে কিনা জানতে চান ওই সকল মানুষেরা।অপরদিকে সরকারের দেয়া লকডাউনে নাজেহাল হওয়া রিকশা চালক,ক্ষুদে ব্যবসায়ী ও নির্মাণ শ্রমিকরা ত্রানের আশায় প্রহর গুনছেন।

তবে প্রশাসন বলছেন সরকারী ত্রাণ আসলে অব্যশ্যই অসহায়দের কাছে পৌছানো হবে।


Related Articles

Back to top button
Close