দেশজুড়ে

বানিয়াচং মার্কুলি সড়কের কালভার্টে ভেঙ্গে সৃষ্টি হয়েছে মরণফাঁদ

প্রিন্ট করুন


মুবাশ্বির আহমদ /মাসুদ মিয়া মিঠুন, বানিয়াচং থেকে। বানিয়াচং-মার্কুলি সড়কের কালভার্টে গর্তে সৃষ্টি হয়েছে মরণফাঁদ। ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে সব ধরনের যানবাহন ও পথচারীরা।যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা আশংকা করছেন এলাকাবাসী।

আজ (৩০ জুন) বুধবার বানিয়াচং-মার্কুলি সড়কের বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কাজী মহল্লার কবরস্থানের পাশে স্থাপিত কালভার্টের মধ্যস্থান ভেঙ্গে ৪ ফুট স্কয়ার ফিটের বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি অনেক সময় দিনের বেলায় এমনকি কাছ থেকেই দৃষ্টিগোচর না হওয়ায় রাতের অন্ধকারে দূর্ঘটনার আশংকা রয়েছে।রাস্তার সমান্তরালে কালভার্টের উচ্চতা হওয়ায় সাধারনত চোখে দেখা যায়নি গর্তটি। গর্তটি দিনদিন ভেঙ্গে বড় হলেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ কতৃপক্ষ এ বিষয়ে রয়েছেন উদাসীন তবেনেই কোনো কালভার্টের মরামতেরকোনো পরিকল্পনা। এ সড়কের মটরচালক  সোহাগ মিয়া জানান,গত ২৬ জুন রাতে বানিয়াচং থেকে মিলনবাজার যাত্রী  নিয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে আসার মাত্র দেখতে পাই  একটি ছোট্ট গর্ত।  আজ চারদিন পর ছোট গর্তটি ভেঙ্গে ৪ফুট স্কয়ার ফিটে গর্তটি বড় আকারে পরিনত হয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই এই কালভার্টটি নির্মাণ করে হাওর পারের  মানুষের চলাচলের  সুবিধা করে দিবেন। 
স্থানীয় মুদি ব্যবসায়ী শেখ অনিক আহমেদ জানান, গত চারদিন যাবৎ এই কালভার্টে গর্ত তৈরি হলেও সংস্কারের ব্যাপারে কাউকেই পাওয়া যাচ্ছেনা। গর্তে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম হবিগঞ্জের সংবাদকে জানান, উল্লেখিত সড়কের কালভার্টের সমস্যা  জানতাম না। এবং কেউ আমাদেরকে অবগতও করেননি তাই দ্রুত  কালভার্টটি সংস্কার করে চলাচলের পরিবেশ নিশ্চিত করবো।


Related Articles

Back to top button
Close