বানিয়াচংয়ে প্রগতিশীল সমাজ কল্যান পরিষদের আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি-বানিয়াচংয়ে প্রগতিশীল সমাজ কল্যান পরিষদ নামে অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ।
উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজারে ওই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে, মোজাম্মেল হোসেনকে সভাপতি, জার্নেল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আল আমিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,সিনিয়র সহ-সভাপতি আশিষ দাশ,সহ-সভাপতি তমাল বিজন তালুকদার,নুরুল আমিন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক শামায়ুন কবির,সহ সাংগঠনিক সম্পাদক বাবু সূখেশ দাশ,অর্থ সম্পাদক বাবু শিল্টু দাশ,দপ্তর সম্পাদক বাবু কৌশিক দাশ,প্রচার সম্পাদক শেখ রাসেল,
সম্মানিত সদস্য শিক্ষক বনবীর তালুকদার বিপ্লব,মনোয়ার হোসেন রিপন,সামাদুল হক চৌধুরী ,হিতেশ রায়,নিপু কান্তি দাশ,লিপছন চৌধুরী, বিপ্লব কান্তি দাশ,রাজন দাশ রাজু,রাতুল চৌধুরী,শিক্ষক গিয়াসউদ্দিন খান,কংকন দাশ অন্তর,সন্তোষ হাওলাদার দ্রুব,পিংকু চৌধুরী প্রমূখ।কমিটি গঠনকালে নেতৃবৃন্দরা বলেন,অসহায় মানুষের পাশে থেকে কাজ করবে এই সংগঠন,সম্পূর্ণ রাজনীতি মুক্তভাবে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং অসহায় মানুষদের অর্থনৈতিক সহযোগিতা করা হবে।সংগঠন পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দরা।